নোভেল করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে সকলকে দ্রুত তথ্যসেবা দেওয়ার লক্ষে মূল ওয়েব সাইটের সকল তথ্য সংরক্ষণ করা হলো।

রোগের উপসর্গ

জ্বর

১০০ ডিগ্রী ফারেনহাইট বা তার চেয়ে বেশি

কাশি

শুকনো কাশি হতে পারে

নিঃশ্বাসের দুর্বলতা

শ্বাস নেওয়ার সময় বুকে ব্যাথা হতে পারে

করোনা ভাইরাসের লক্ষণ

করোনা ভাইরাসে আক্রান্তের ১ম দিন থেকে লক্ষণ প্রকাশ পেয়ে ৬-৭ দিন লাগে মারাত্মক রূপ নিতে

১ম থেকে ৩য় দিন
  • জ্বর ও হালকা গলা ব্যথা
৪র্থ দিন
  • জ্বরের মাত্রা বাড়বে
  • শরীরের তাপমাত্রা বেড়ে যাবে
  • মাথা যন্ত্রণা, ক্ষুধাহীনতা ও ডাইরিয়া হতে পারে
৫ম দিন
  • ক্লান্তি অনুভব ও শুকনো কাশি
  • মাংস পেশীতে ব্যথা
৬ষ্ঠ দিন
  • সামান্য জ্বর (১০০ ডিগ্রি মত)
  • শ্বাসকষ্ট, শুকনো কাশি
  • ডাইরিয়া ও বমি
৭ম দিন
  • ডাইরিয়া ও বমি
  • উচ্চ মাত্রার জ্বর (১০০ ডিগ্রির বেশি)
  • তীব্র কাশি
  • জ্বর ও শ্বাসকষ্ট তীব্র হারে নিউমোনিয়ায় রুপ নিবে

এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের জন্য কোন নিরাময় বা টিকা আবিষ্কৃত হয়নি। কিছু কিছু পদ্ধতি বিশ্বের বিভিন্ন জায়গায় গবেষণাগারে পরীক্ষা করা হচ্ছে। সংক্রমিত ব্যক্তিদের নিরাময়ে পরীক্ষামূলক চিকিৎসা করা হচ্ছে।

  • বাংলাদেশের সকল মানুষের সঠিক স্বাস্থ্য সেবা ও চিকিৎসা নিশ্চিত করতে নিরন্তন কাজ করে যাচ্ছেন "বাংলাদেশ স্বাস্থ্য সংস্থার"
  • আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ই-মেইল করুনঃ contact@bdho.org
  • Copyright © 2020 Bangladesh Health Organization
Scroll Up